শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ইতিহাস গড়ল পাকিস্তান: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ!

ইতিহাস গড়ল পাকিস্তান: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ!

ক্রিকেট | ২৩ ডিসেম্বর, ২০২৪ 

ক্রিকেট জগতে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল! দক্ষিণ আফ্রিকার নিজ মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। এমন কীর্তি আগে কোনো দল গড়তে পারেনি।

রোববার (২২ ডিসেম্বর) জোহানেসবার্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়ে ইতিহাস গড়ল পাকিস্তান।

বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ হয়েছিল ৪৭ ওভারের। প্রথমে ব্যাট করে সাইম আইয়ুবের শতক (১০১) এবং বাবর আজম (৫২) ও মোহাম্মদ রিজওয়ানের (৫৩) অর্ধশতকের মাধ্যমে ৯ উইকেটে ৩০৮ রান তোলে পাকিস্তান।

জবাবে দক্ষিণ আফ্রিকা ৪২ ওভারে ২৭১ রানে অলআউট হয়।

এই জয়ের ফলে ৩-০ তে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি তাদের প্রথম হোয়াইটওয়াশ। এই জয় পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একটি সোনালি অধ্যায় হিসেবে লেখা থাকবে।

আরও পোস্ট