বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বছরের সবচেয়ে বড় রাত! জেনে নেই কেন

আজ ২১ ডিসেম্বর, বছরের সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাত। কিন্তু কেন এমন হয়? এর পেছনে আছে বিজ্ঞানের কিছু কারণ।

আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আবার পৃথিবী নিজেও তার অক্ষের ওপর ঘুরছে। এই ঘূর্ণনের কারণে দিন-রাত হয়। তবে পৃথিবীর অক্ষটি একটু ঝুঁকে আছে, এবং এই ঝোঁকার কারণে সূর্যের আলো পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্নভাবে পড়ে।

ডিসেম্বর মাসে সূর্যের আলো উত্তর গোলার্ধে কম পড়ে। ফলে এই সময় উত্তর গোলার্ধে দিন ছোট হয় এবং রাত বড় হয়। আর দক্ষিণ গোলার্ধে তখন দিন বড় হয় এবং রাত ছোট হয়।

আজ ২১ ডিসেম্বর, উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে। তাই আজ উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে বড় রাত।

এই দিনটিকে “উইন্টার সলসটিস” বলা হয়। এর পর থেকে আবার দিন বড় হতে শুরু করবে এবং রাত ছোট হতে শুরু করবে।

আরও পোস্ট