বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার

সম্প্রতি, বাশার আল-আসাদ ও তার জীবনসঙ্গী আসমা আল আসাদের ডিভোর্সের সংবাদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের বেশ কিছু মিডিয়া। তবে, সেই প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের মিডিয়াগুলোর দাবি, বাশার আল-আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসমা আল-আসাদ বিবাহবিচ্ছেদ চান এবং রাশিয়া ছেড়ে যেতে চান।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তুর্কি মিডিয়ার রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। একটি কনফারেন্স কলে প্রতিবেদনগুলো বাস্তবতার সাথে মিলে কিনা জানতে চাইলে পেসকভ বলেছিলেন, ‘না, বাস্তবতার সাথে প্রতিবেদনগুলোর কোন মিল নেই।’

উল্লেখ্য, স্থানীয় সময় রোববার (২২ ডিসেম্বর) টার্কিশ ও এরাবিক মিডিয়া জানিয়েছে যে আসমা আল-আসাদ রাশিয়ায় বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন, যেখানে আসাদ পরিবারকে এই মাসে আশ্রয় দেয়া হয়েছিলো।

আরও পোস্ট