বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফ ২১ ডিসেম্বর শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আজ (২৩ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ সারা দেশের সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া, হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনা করে সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।

আজ সকাল ১০:৩০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

হাসান আরিফের মেয়ে দেশের বাইরে থাকায় তার সমাহিত করার সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে।

আরও পোস্ট