বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিলেন পানামার প্রেসিডেন্ট

প্রশান্ত-আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খাল দিয়ে পারাপারের সময় যুক্তরাষ্ট্রের জাহাজগুলো থেকে ‘অন্যায্য’ ফি আদায়ের নিন্দা জানিয়েছেন পানামার নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খালের দখল ওয়াশিংটনের কাছে ফিরিয়ে আনার হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্পের এমন বক্তব্যের বিপরীতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। সোমবার (২৩ ডিসেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বক্তব্যে মুলিনো বলেন, “পানামা খাল ও এর আশপাশের এলাকার প্রতি ইঞ্চি জায়গা পানামার অন্তর্গত এবং তা পানামারই থাকবে।”

তিনি ট্রাম্পের বক্তব্যকে পানামার সার্বভৌমত্ব ও স্বাধীনতার পরিপন্থি হিসেবে উল্লেখ করেছেন। যদিও মুলিনো তার বক্তব্যে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেননি, তবে এটি স্পষ্টভাবে তার মন্তব্যের প্রতি প্রতিবাদ।

আরও পোস্ট