বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকায় ঝাঁক জমেছে পর্যটন মেলায়! ট্যুর যাওয়ার প্ল্যান থাকলে চলে যান

ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে একবার ঢাকার পর্যটন মেলায় চলে যান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়ে গেছে তিন দিনের “বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার”

মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি অনেক পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, ট্যুরিজম অথরিটি এবং বিমান সংস্থা। মোট ১৬০ টি স্টলে তারা তাদের সেবা ও অফার নিয়ে হাজির হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

মেলার উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাজাহান কামাল। তিনি বলেছেন, পর্যটন খাতের অনেক সম্ভাবনা আছে। সরকার এই খাতকে আরও উন্নত করার চেষ্টা করছে।

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এই মেলায় এসেছিলেন। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ যাতে সহজে ভারতের ভিসা পেতে পারে, সে জন্য তারা কাজ করছেন।

তো দেখছেন তো? এই মেলায় গেলে আপনার ট্যুর প্ল্যান করতে অনেক সুবিধা হবে। চলুন না একবার ঘুরে আসি!

আরও পোস্ট