বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় ত্রাণের ট্রাক লুট! মানবিক সাহায্য কি আর পৌঁছাবে না?

গাজায় যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু মানুষের দুর্ভোগ শেষ হয়নি। খাবার, ওষুধের অভাব এখনও প্রকট। এই অবস্থায় গাজাবাসীর জন্য পাঠানো ত্রাণের ট্রাক লুট হওয়ার ঘটনা নতুন করে আশঙ্কার সূচনা করেছে।

 

আল জাজিরা  জানিয়েছে, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কর্পস নামে একটি সংস্থা গাজায় ১৫০টি ট্রাকে মেডিকেল সামগ্রী পাঠিয়েছিল। কিন্তু এর মধ্যে ১১১টি ট্রাক লুট হয়ে গেছে!

এই ট্রাকগুলোতে অন্যান্য মানবিক সংস্থার জন্য ত্রাণ সামগ্রীও ছিল।

ইন্টারন্যাশনাল মেডিক্যাল কর্পস অনেক দিন থেকে গাজায় কাজ করছে। তাদের সেখানে দুটি হাসপাতাল আছে। এই হাসপাতালগুলো অনেক মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

জাতিসংঘ বলছে, ইসরায়েলি সেনারা কিছু ট্রাক আটকে দিয়েছিল। এতে করে লুটেরা ট্রাকগুলোর অবস্থান জানতে পারে এবং লুটপাট চালায়।

এই ঘটনা গাজার মানুষের জন্য একটি বড় ধাক্কা। ত্রাণ সামগ্রী না পেলে তাদের দুর্ভোগ আরও বেড়ে যাবে।

আরও পোস্ট