দীর্ঘ আড়াই বছর বন্দিদশা কাটানোর পর কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) ও তার ৬ সহযোগী। সোমবার (২৪ ডিসেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তারা মুক্তি পান। পিকে হালদার সহ এই ব্যক্তিরা কয়েক হাজার কোটি টাকা তছরুপ ও পাচারের অভিযোগে অভিযুক্ত।
পিকে কারাগার থেকে মুক্তি পেলে সাংবাদিকদের সাথে কথা বলেন। তবে তিনি জানান, “আমি এখন কিছু বলবো না, পরে বলবো,” এবং তার আইনজীবীর সাথে আলোচনা করে তিনি পরবর্তীতে সকল বিষয় প্রকাশ করবেন বলে জানান। এরপর সাদা উবারে চেপে তিনি কোথাও চলে যান, তবে তার গন্তব্য সম্পর্কে সাংবাদিকদের কোনো তথ্য দেননি পিকে।
গত শুক্রবার কলকাতার নগর দায়রা আদালত পিকে হালদারের জামিন মঞ্জুর করে। শর্তসাপেক্ষে ১০ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেয়া হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জানুয়ারি।
২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের একাধিক স্থানে অভিযান চালিয়ে পিকে হালদার ও তার সহযোগীদের গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি)। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা বিচারাধীন রয়েছে।