ঢাকা মাতিয়ে বিপিএল মিউজিক ফেস্টের গন্তব্য এবার চায়ের দেশ সিলেট। আগামীকাল, বুধবার (২৫ ডিসেম্বর), সিলেট জেলা স্টেডিয়ামে এক জমজমাট কনসার্টে গানের সুরে মাতাবেন দেশের জনপ্রিয় শিল্পীরা—নগর বাউল জেমস, আসিফ আকবর, মুযা, সঞ্জয় এবং তোশিবা।
এবারের বিপিএল মিউজিক ফেস্টের আয়োজন একেবারে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের মতো উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা কেন্দ্রিক না করে এবার সেটি তিন ভেন্যুতেই আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে আয়োজিত কনসার্টে ভক্তরা উপভোগ করতে পারবেন জমজমাট সঙ্গীত পরিবেশনা।
তবে কিছু পরিবর্তনও ঘটেছে আয়োজনে। এবার লাইনআপে থাকছেন না পাকিস্তানি শিল্পী রাহাত ফাতেহ আলী খান এবং বাংলাদেশের জেফার। তবে সিলেটের এই কনসার্টে ভিন্ন কিছু স্বাদের সঙ্গীত রচনা করবেন অন্যান্য জনপ্রিয় শিল্পীরা।
কনসার্টে প্রবেশের জন্য টিকিটের মূল্যও নির্ধারণ করা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য সর্বনিম্ন টিকিট মূল্য ৫০০ টাকা, সিলভার ক্যাটাগরি ১,৫০০ টাকা, এবং প্লাটিনাম ক্যাটাগরি টিকিটের দাম ধরা হয়েছে ৪,০০০ টাকা।
এবারের বিপিএল মিউজিক ফেস্ট সিলেটে আসন্ন একটি সঙ্গীতানুষ্ঠান হতে যাচ্ছে যা দেশজুড়ে সঙ্গীতপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।