বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বড়দিনেও রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত ইউক্রেন

বড়দিনে ইউক্রেনে চালানো হয়েছে রুশ বাহিনীর ব্যাপক হামলা। ২৪ ঘণ্টায় প্রায় দেড়শো কিলোমিটার এলাকাজুড়ে হামলা চালানো হয়েছে, যেখানে মূল টার্গেট ছিল বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র ঘাঁটি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এসব হামলায় কমপক্ষে ৭০টি মিসাইল এবং শতাধিক ড্রোন ব্যবহৃত হয়েছে।

 

 

রুশ বাহিনী এই হামলাগুলোর মাধ্যমে হাইমার্স রকেটসহ অর্ধশত ড্রোন এবং বহু অস্ত্রশস্ত্র পুরোপুরি ধ্বংস করেছে। একাধিক সামরিক বিমানবন্দরের ওপরও তীব্র হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এই হামলাকে অমানবিক বলে অভিহিত করেছেন।

 

এই হামলা চলতি বছর ১৩তমবারের মতো ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোকে টার্গেট করলো। এছাড়া, ফ্রন্টলাইনগুলোতে রাশিয়া-ইউক্রেন সেনাদের মধ্যে চলছে ব্যাপক লড়াই। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, দুইশোরও বেশি স্থানে সরাসরি লড়াই চলছে।

বড়দিনে এমন আক্রমণ ইউক্রেনের জন্য এক নতুন মানবিক সংকট সৃষ্টি করেছে, যেখানে সাধারণ জনগণ আরও বিপদের সম্মুখীন।

আরও পোস্ট