বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাউন্টার সেটিং-এর অপেক্ষায় থাকা বাংলাদেশিদের ফেরত পাঠালো মালয়েশিয়া

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এ ‘কাউন্টার সেটিং’ সিন্ডিকেটের সদস্যদের সংকেতের অপেক্ষায় থাকা বাংলাদেশিসহ একদল বিদেশিকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন পরিদর্শন এড়ানোর জন্য তারা বিমানবন্দরটির ভেতর বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরে তদন্ত শেষে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কেএলআইএ টার্মিনাল-১ এর অপারেশন কন্ট্রোলের ডেপুটি চিফ সুরেশ নাদারজাহ এক বিবৃতিতে বলেন, আটককৃত বিদেশিরা বিমান থেকে নেমে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে, সেখানে ইমিগ্রেশন

পরিদর্শন এড়াতে এবং ‘কাউন্টার সেটিং’ সিন্ডিকেটের সংকেতের জন্য অপেক্ষা করতে যান। তারা ২৪ ঘণ্টা বা তার বেশি সময় ধরে বিমানবন্দরের ফাস্ট ফুড দোকানে এবং বসার স্থানে অবস্থান করছিলেন। কিছু ব্যক্তি দোকান থেকে পানীয় কিনে দুই দিন পর্যন্ত সেখানেই ছিলেন।

এ ঘটনায় তদন্তের পর, আটককৃতদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, তবে কতজন বাংলাদেশি ফেরত গেছেন, তাদের নাম ও সংখ্যা প্রকাশ করা হয়নি।

এদিকে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, বিশেষভাবে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশন কাউন্টারে না যাওয়া এবং সন্দেহজনকভাবে থাকা বিদেশিদের সতর্কভাবে পরীক্ষা করা হবে। তদন্তে দেখা গেছে, কিছু বিদেশি দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করেও ইমিগ্রেশন কাউন্টারে যাননি এবং তারা ‘কাউন্টার সেটিং’ সিন্ডিকেটের সংকেতের জন্য অপেক্ষা করছিলেন। সন্দেহজনক হলে, তাদের দেশে ফেরত পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর ‘কাউন্টার সেটিং’ পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করা ৫০ জন প্রয়োগকারীকে গ্রেফতার করা হয়েছিল, এবং সিন্ডিকেটের আরও ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে

আরও পোস্ট