বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিচ্ছেদের সব দেয়াল ভেঙে ফেলার সময় এসেছে: বড়দিনের ভাষণে পোপ ফ্রান্সিস

বড়দিনের বিশেষ ভাষণে বিশ্বব্যাপী সৌহার্দ্য ও সম্প্রীতির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বুধবার (২৫ ডিসেম্বর) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখেন তিনি।

পোপ ফ্রান্সিস তার ভাষণে বলেন, “এখনই সময় বিচ্ছেদের সব দেয়াল ভেঙে ফেলার, যাতে বিশ্বে আরও অনেক বেশি সৌহার্দ্য এবং সম্প্রীতির সেতু তৈরি হয়।” তিনি বিশেষভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে এবং এ বিষয়ে আলোচনার আহ্বান জানান।

গাজায় চলমান ইসরায়েলের সামরিক অভিযান এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করে পোপ বলেন, “আমরা শিশুদের কথা ভাবি, যারা মেশিনগানের গুলিতে মারা যাচ্ছে, আমরা ভাবি স্কুল ও হাসপাতালে বোমা হামলার কথা।” তিনি সব পক্ষকে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানান এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন।

পোপ ফ্রান্সিস তার ভাষণে লেবানন, মালি, মোজাম্বিক, হাইতি, ভেনেজুয়েলা এবং নিকারাগুয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর শান্তি প্রতিষ্ঠার জন্যও আহ্বান জানান।

বিশ্বের নানা প্রান্তে চলমান রাজনৈতিক, সামাজিক ও সামরিক সংঘাতের মধ্যে পোপের এই শান্তির বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য হচ্ছে, যা বিশ্বের প্রতি শান্তি এবং মানবাধিকারের আহ্বান জানায়।

আরও পোস্ট