ছবি: সংগৃহীত।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তীব্র বিতর্ক উস্কে দিয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান। তিনি সরাসরি অভিযোগ করেন, ১৫ আগস্ট, বিডিয়ার হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক জুলাই গণহত্যার সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা রয়েছে। শফিক রেহমান শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে বলেন, এক বছরের অপেক্ষা নয়, এক সপ্তাহের মধ্যেই তার বিচার শেষ করা উচিত।
রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিডিয়ার হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সার্বভৌমত্ব আন্দোলন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শফিক রেহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা মানে আরেকটি প্রহসন। দেশে ফিরে তিনি গ্লিসারিন ও লেবুর পানি দিয়ে কান্নাকাটি করবেন। তিনি খুনি, তাই তাকে বিচার না করে দেশে আনা মানে আরেকটি তামাশা।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৫ আগস্ট, বিডিয়ার হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যা ছিল সবচেয়ে বড় সংকট। এ সব ঘটনার মূল হোতা শেখ হাসিনা। তাই তার বিচারের কাজ দেরি করা উচিত নয়।
আলোচনাসভায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবি করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এটাই একমাত্র উপায়।
শফিক রেহমানের এই মন্তব্যের পর আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা এই বক্তব্যকে “অপপ্রচার ও মানহানিকর” বলে আখ্যা দিয়েছেন। দলটির নেতারা দাবি করেন, এটি সরকার বিরোধীদের ষড়যন্ত্রের অংশ এবং এর মাধ্যমে তারা জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
শফিক রেহমানের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। অনেকেই মনে করছেন, এটি রাজনৈতিক বিভাজন আরও গভীর করবে।
বক্তব্যের জেরে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
আমাদের জানার ইচ্ছা থেকে পাঠকদের সর্বশেষ তথ্য জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।