ছবি: সংগৃহীত।
সাংবাদিকদের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি সততার সাথে তথ্যভিত্তিক সাংবাদিকতার চর্চা বজায় রাখার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।
গাজীপুরের রাজেন্দ্রপুরের বিসিডিএমে আয়োজিত তিন দিনব্যাপী ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজম’ এর সমাপনী অনুষ্ঠানে শনিবার (২৯ ডিসেম্বর) তিনি এই আহ্বান জানান। কর্মশালায় দেশের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে অংশ নেন ২৫ জন সাংবাদিক।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “যা লিখছি, সেটা যেন সর্বদা তথ্যভিত্তিক হয়। আমরা যেন কোনোভাবেই তথ্যের সঙ্গে আপস না করি। কারণ একবার আপস করলে সারাজীবনের জন্য করতে হয়। সাংবাদিকতার ক্ষেত্রে ‘অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। তাই আমাদের পেশাগত জায়গায় সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। টিআইবি গণমাধ্যমের পাশে সবসময় থাকবে।
টিআইবি নির্বাহী পরিচালক আরও উল্লেখ করেন, “আমাদের কাজ চ্যালেঞ্জিং এবং কঠিন। তবে আগের তুলনায় কাজ করার সুযোগ কিছুটা হলেও তৈরি হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও ভালো হতে পারে, আবার চ্যালেঞ্জ আরও বাড়তেও পারে। তাই আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।
এই কর্মশালায় অংশগ্রহণকারীরা ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং তথ্যভিত্তিক রিপোর্ট তৈরি করার দক্ষতা বৃদ্ধির উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। এর মাধ্যমে টিআইবি সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে।
ড. ইফতেখারুজ্জামানের বক্তব্য নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং ঐক্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তিনি সাংবাদিকদের পেশাগত মানদণ্ড বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
আমাদের জানার ইচ্ছা থেকে এই গুরুত্বপূর্ণ বার্তা ও কার্যক্রমের বিষয়ে আরও আপডেট দেওয়া হবে। আপনারা থাকুন আমাদের সঙ্গে।