জাতীয় প্রেসক্লাবে রবিবার (২৯ ডিসেম্বর) এক আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী অভিযোগ করেছেন যে, পতিত স্বৈরাচারের দোসররা দেশে অন্তর্ঘাত সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আয়োজিত এই সভায় তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকী দাবি করেন, বর্তমান শাসনব্যবস্থা স্বৈরাচারের সমর্থকদের সুযোগ করে দিচ্ছে চক্রান্ত চালানোর। তিনি বলেন শেখ হাসিনার সরকারের সুবিধাভোগীরা ফের স্বৈরাচারী শাসন ফিরিয়ে আনতে ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিভিন্ন জায়গায় নানা চক্রান্ত করে যাচ্ছে।
এছাড়াও তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসনের কারণে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা চরম বৈষম্যের শিকার। এই কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরসহ তিন দফা দাবি সভা থেকে উত্থাপন করা হয়। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
সভায় কর্মচারীদের অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরে সরকারকে জনগণের জন্য আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।