ছবি: সংগৃহীত।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান বক্সিং ডে টেস্ট যেন টেস্ট ক্রিকেটের সৌন্দর্যকে বারবার তুলে ধরছে। ম্যাচের রং বদলানোর এমন দৃশ্য বহুদিন মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা। তবে চতুর্থ দিনের শেষে ভারতের বিপদ বাড়িয়ে দিয়েছে নাথান লায়ন এবং স্কট বোল্যান্ডের অমূল্য দশম উইকেট জুটি।
প্রথম ইনিংসে ২২১ রানে ৭ উইকেট হারিয়ে ফলোঅন এড়ানোর লড়াই করছিল ভারত। কিন্তু ওয়াশিংটন সুন্দর এবং নিতীশ রেড্ডির দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত ফিরে আসে। রেড্ডির প্রথম সেঞ্চুরি ও সুন্দরের অর্ধশতকে সফরকারীরা প্রথম ইনিংসে ১০৫ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ করে।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসে পড়ে ভারতীয় বোলারদের বোলিং তোপে। বিশেষ করে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ স্বাগতিকদের শুরুর ছয় উইকেট তুলে নেন মাত্র ৯১ রানে। লিড তখন মাত্র ১৯৬।
কিন্তু ভারতের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে মারনাস লাবুশানে এবং প্যাট কামিন্স দলের স্কোরকে এগিয়ে নেন। তাদের জুটি ভেঙে ১৭৩ রানে ৯ উইকেট তুলে নেয় ভারত, তবে অজিদের লিড ততক্ষণে দাঁড়ায় ২৭৮ রান।
৯ উইকেটে ১৭৩ রান থেকে নাথান লায়ন ও স্কট বোল্যান্ডের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতের বোলিং আক্রমণকে কার্যত নাচিয়ে ছাড়ে। দিনের শেষ ওভারে লায়ন বুমরাহকে দুটি চার মেরে অপরাজিত থাকেন ৫৪ বলে ৪১ রানে। অপরপ্রান্তে থাকা বোল্যান্ড করেন মাত্র ১০ রান, তবে খেলেন গুরুত্বপূর্ণ ৬৫ বল।
দিন শেষে অস্ট্রেলিয়া ২২৮/৯ রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে। লিড দাঁড়ায় ৩৩৩ রানে, যা মেলবোর্নে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ তাড়া করা রানের রেকর্ডকে (৩৩২ রান, ১৯২৮ সালে) ছাড়িয়ে গেছে।
আগামীকাল সকালে অস্ট্রেলিয়া কোনো রান না করলেও রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য এটি এক কঠিন লক্ষ্য। এমসিজির ইতিহাসে চতুর্থ ইনিংসে এত বড় রান তাড়া করে জেতার নজির নেই।
পঞ্চম দিনের শুরুতে লায়ন-বোল্যান্ড জুটি যদি আরও কিছু রান যোগ করতে পারে, তাহলে ভারতের কাজ আরও কঠিন হয়ে পড়বে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, ভারতীয় ব্যাটাররা কি ইতিহাস সৃষ্টি করতে পারবেন?
জানতে থাকুন জানার ইচ্ছা-র সঙ্গে। মাঠের সর্বশেষ আপডেট আপনাদের জানাতে আমরা বদ্ধপরিকর।