বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ টিভিতে জমজমাট খেলার দিন: বিপিএল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ পর্যন্ত লাইভ আয়োজন

আজ (৩০ ডিসেম্বর) ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক গুচ্ছ উত্তেজনাপূর্ণ খেলার দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে মেলবোর্ন টেস্টের শেষ দিনের নাটকীয়তা নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাগুলো লাইভ সম্প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে। চলুন দেখে নেওয়া যাক টিভিতে আজকের খেলার সময়সূচি।

ক্রিকেট: মাঠে থাকছে ব্যাট-বলের যুদ্ধ

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল):

  • ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী
    সময়: দুপুর ১টা ৩০ মিনিট
    চ্যানেল: টি-স্পোর্টস
  • ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স
    সময়: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
    চ্যানেল: টি-স্পোর্টস

মেলবোর্ন টেস্ট (শেষ দিন):

  • অস্ট্রেলিয়া বনাম ভারত
    সময়: ভোর ৫টা ৩০ মিনিট
    চ্যানেল: স্টার স্পোর্টস ১

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ:

  • ২য় টি-টোয়েন্টি:
    সময়: দুপুর ১২টা ১৫ মিনিট
    চ্যানেল: সনি স্পোর্টস টেন-৫

বিগ ব্যাশ লিগ (বিবিএল):

  • সিডনি থান্ডার বনাম মেলবোর্ন রেনেগেডস
    সময়: দুপুর ২টা ১৫ মিনিট
    চ্যানেল: স্টার স্পোর্টস ২

ফুটবল: ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তাপ

 

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল):

  • ইপসউইচ টাউন বনাম চেলসি
    সময়: রাত ১টা ৪৫ মিনিট
    চ্যানেল: স্টার স্পোর্টস সিলেক্ট-২
  • অ্যাস্টন ভিলা বনাম ব্রাইটন
    সময়: রাত ১টা ৪৫ মিনিট
    চ্যানেল: স্টার স্পোর্টস-৩
  • ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নিউক্যাসল ইউনাইটেড
    সময়: রাত ২টা
    চ্যানেল: স্টার স্পোর্টস সিলেক্ট-১

 

আরও পোস্ট