বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদদের পরিবার বিচার চায়, আর্থিক সহায়তা নয়: সারজিস আলম

শহীদদের রক্ত এখনও জীবন্ত আর তাদের পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা নয় বরং ন্যায়বিচার চান। এমন মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি এ সময় শহীদ পরিবারদের প্রতি দায়বদ্ধতা ও তাদের দাবিকে সম্মান জানিয়ে বলেন পাপ করলে শাস্তি ভোগ করতে হবে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকা নগরভবনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সারজিস আলম জানান, ফাউন্ডেশন ইতোমধ্যে ৯টি ধাপে ৮টি বিভাগের মোট ৭৬০ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছে। তিনি আরও উল্লেখ করেন যেসব শহীদ পরিবারের সহায়তা এখনও দেওয়া সম্ভব হয়নি, তাদের নাম লিস্ট আকারে সংরক্ষণ করা হয়েছে এবং ভবিষ্যতে সহায়তা করা হবে।

অনুষ্ঠানে সারজিস আলম বলেন শেখ হাসিনা নিজেকে ফেরাউনের মতো মনে করতেন। তার সময়ের সব অন্যায়ের বিচার করতে হবে। তিনি পুলিশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন যদি নিজেদের দায়িত্ব পালন করতে না পারেন তবে মরে যাওয়া ভালো।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন শহীদ সন্তানদের হত্যার বিচার করা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ। তিনি আরও বলেন শহীদ পরিবারের যাদের আইনি সহায়তা প্রয়োজন সরকার তা নিশ্চিত করবে।

 

অপর উপদেষ্টা ফরিদা আখতার বলেন, খুনি হাসিনা এবং পুলিশের অপরাধী সদস্যদের কঠোর বিচারের আওতায় আনতে হবে। তিনি অভিযোগ করেন এখনও অনেক শহীদ পরিবারের সদস্য হুমকির মুখে রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।

শহীদ পরিবারদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও সরকারের যৌথ উদ্যোগের মাধ্যমে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে শহীদ পরিবারের সদস্যরা জানিয়ে দিয়েছেন, তারা কেবল অর্থ নয় বরং হত্যাকারীদের উপযুক্ত বিচার চান।

আরও পোস্ট