থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি পটকা ফোটানো এবং ফানুস উড়ানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে আজ সন্ধ্যা থেকে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ সকালে রাজধানীর সিনেট ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন পরিবেশের ক্ষতি ঠেকাতে আমরা সচেষ্ট। তাই সবাইকে অনুরোধ করছি,আজ যেন কেউ আতশবাজি বা পটকা ফোটানোর মতো কাজ না করেন। সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং যেকোনো বিধি ভঙ্গকারীকে আইনের আওতায় আনা হবে।
পরিবেশ উপদেষ্টা আরও জানান আমরা একটি গাছ সুরক্ষা আইন তৈরির কাজ করছি। এই আইনে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন প্রদর্শনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আইনটি কার্যকর হলে এর লঙ্ঘনের জন্য কঠোর শাস্তির বিধান থাকবে।
দেশব্যাপী থার্টি-ফার্স্ট নাইট উদযাপনে আতশবাজি ও ফানুসের মতো পরিবেশ দূষণকারী কার্যক্রম বন্ধে এই উদ্যোগ পরিবেশের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। পরিবেশবিদরা মনে করছেন এমন উদ্যোগ সচেতনতার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আসন্ন নতুন বছরকে আনন্দমুখর করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।