বক্সিং ডে টেস্টের শেষ দিনে মাঠের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বাংলাদেশি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দিয়ে প্রযুক্তির চেয়ে মানব সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরেন তিনি।
ম্যাচের শেষ দিনে প্যাট কামিন্সের একটি শর্ট বল পুল করতে গিয়ে ব্যর্থ হন জয়সওয়াল। বলটি অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক আলেক্স ক্যারি ক্যাচ ধরেন এবং সাথে সাথেই জোরালো আবেদন করেন। মাঠের আম্পায়ার জুয়েল উইলসন আবেদন নাকচ করলে অস্ট্রেলিয়া রিভিউ নেয়।
রিভিউর সময় রিপ্লেতে দেখা যায় বলের গতিপথে সামান্য ডিফ্লেকশন রয়েছে কিন্তু স্নিকো প্রযুক্তিতে কোনো এজড শব্দ ধরা পড়েনি। খালি চোখে ডিফ্লেকশন দেখে শরফুদ্দৌলা সাহসিকতার সাথে জয়সওয়ালকে আউট ঘোষণা করেন।
এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা শুরু হলেও বাংলাদেশি এই আম্পায়ার পেয়েছেন ধারাভাষ্যকারদের সমর্থন। খ্যাতনামা ধারাভাষ্যকার মার্ক নিকোলাস এই সিদ্ধান্তকে সাহসী ও ন্যায্য বলে অভিহিত করেন। হার্শা ভোগলে বলেন শরফুদ্দৌলার সিদ্ধান্তে ক্রিকেটের মানবিক দিকটি নতুন করে উঠে এসেছে।
এমসিজি’র উত্তেজনাপূর্ণ এই মুহূর্তটি প্রযুক্তি বনাম মানব সিদ্ধান্তের দ্বৈরথে পরিণত হয়েছে। প্রযুক্তি নির্ভর যুগে একটি মানবিক সিদ্ধান্ত কিভাবে খেলার গতিপথ বদলে দিতে পারে এটি তার একটি দৃষ্টান্ত।
অস্ট্রেলিয়া বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তবে এই সিদ্ধান্ত বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের সাহসিকতা এবং বিচক্ষণতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।