বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সচিবালয়ে অগ্নিকাণ্ড আলামতে সন্দেহ, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে

সচিবালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান সন্দেহজনক আলামতগুলো আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে পাঠানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে গঠিত মন্ত্রিপরিষদ বিভাগের ৮ সদস্যের কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নাসিমুল গনি। তিনি বলেন আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ সন্ধ্যা ৬টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হবে।

প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা গতকাল থাকলেও একদিন পিছিয়ে আজ জমা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। আগুন নিয়ন্ত্রণে কাজ করে মোট ১৯টি ইউনিট। দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিভতে আরও ৫ ঘণ্টা সময় লাগে।

সচিবালয়ের আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র ও দালিলিক সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার প্রাথমিক আলামত পর্যালোচনায় অসংগতি পাওয়া গেছে যা সাধারণ অগ্নিকাণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই এই আলামত আরও গভীরভাবে বিশ্লেষণের জন্য বিদেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন নাসিমুল গনি।

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অনেকেই এটিকে ষড়যন্ত্র হিসেবে সন্দেহ করছেন। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ঘটনার যথাযথ তদন্ত না হলে প্রশাসনিক কার্যক্রম ও জনগণের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

আরও পোস্ট