বক্সিং ডে টেস্টে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের একটি সিদ্ধান্তকে ঘিরে ক্রিকেটবিশ্বে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মেলবোর্ন টেস্টে বাংলাদেশি আম্পায়ার সৈকতের দেওয়া একটি আউট নিয়ে ভারতীয় ক্রিকেট ভক্ত এবং গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার সুরিন্দর খান্না। তিনি ভারতীয় দলকে সরাসরি ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন।
মেলবোর্ন টেস্টে স্নিকোমিটারের ত্রুটির পরিপ্রেক্ষিতে চোখের দেখায় জয়সওয়ালকে আউট দেন আম্পায়ার সৈকত। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারতীয় ভক্তদের পাশাপাশি কিছু গণমাধ্যমও কটাক্ষ করেছে। তবে ক্রিকেট বিশেষজ্ঞ রোহিত শর্মা, রবি শাস্ত্রী, রিকি পন্টিং, সাইমন টোফেল, হার্শা ভোগলের মতো ব্যক্তিত্ব সৈকতের সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন।
তবে সুনীল গাভাস্কার এবং বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এ বিষয়ে বিপরীত অবস্থান নিলেও সুরিন্দর খান্না সরাসরি ভারতীয় দলকে দায়ী করে বলেন ঘটনাটি চারটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয়েছে, যেখানে স্পষ্ট বোঝা গেছে বল গ্লাভসে লেগেছিল। তারা মিথ্যাবাদী। সততার সঙ্গে খেলাই জয়ের প্রথম শর্ত।
ভারতের বক্সিং ডে টেস্টের হারের জন্য ব্যাটারদের তীব্র সমালোচনা করেছেন খান্না। তার ভাষায় ওরা কী ধরনের ব্যাটিং করছে? আইপিএল এলে এরা রান করবে কিন্তু টেস্টে ইতিবাচক ব্যাটিং দরকার। অতি আক্রমণাত্মক টি-টোয়েন্টি ধাঁচের ব্যাটিং বাদ দিতে হবে।
বর্ডার-গাভাস্কার সিরিজে চার ম্যাচ শেষে ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সিডনি টেস্টে জয় ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই। ফাইনালে যেতে হলে শুধু জিতলেই চলবে না শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ হারার প্রার্থনা করতে হবে।
ভারতীয় দল এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সিডনি টেস্টে জয় নিশ্চিত করা এবং ভবিষ্যতের জন্য ব্যাটিং স্ট্র্যাটেজি পুনর্মূল্যায়ন করাই হতে পারে তাদের ঘুরে দাঁড়ানোর একমাত্র উপায়।
ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে আপনার মতামত জানাতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। কমেন্ট করুন বা ইমেলে লিখুন।