সিডনি টেস্টে দু’দিনেই জমে উঠেছে মাঠের লড়াই। প্রথম ইনিংসের লো স্কোরিং ম্যাচে দ্বিতীয় দিনের শেষ সেশন যেন নতুন করে প্রাণ দিয়েছে অস্ট্রেলিয়াকে। সফরকারী ভারতের দ্বিতীয় ইনিংসে বোল্যান্ডের বিধ্বংসী পেসে ৬ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ মাত্র ১৪১ রান। বোল্যান্ড একাই তুলে নিয়েছেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।
দিনের শুরুটা করেছিলেন অজি ওপেনার কনস্টাস ও লাবুশানে। তবে অভিষেক টেস্টে ফিফটির পর আলোচনায় থাকা কনস্টাস এদিন সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ২৩ রানে সিরাজের বলে জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাজঘরে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটার লাবুশানেও এদিন ব্যর্থ হন। মাত্র ২ রানেই বুমরাহর বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি।
লাঞ্চের পর ঘটে বড় এক অঘটন। ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরাহ পায়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। অধিনায়কত্বের দায়িত্ব এসে পড়ে ভিরাট কোহলির কাঁধে।
দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং লাইনআপের পতন ঘটান অজি পেসার বোল্যান্ড। তার গতির ঝড় সামলাতে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে। বোল্যান্ডের দুর্দান্ত বোলিং ফিগার ইতোমধ্যেই টেস্টের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
সিডনি টেস্টের দু’দিন পার হলেও ম্যাচের ভাগ্য এখনো অনিশ্চিত। একদিকে অস্ট্রেলিয়ার বোলারদের আগ্রাসন অন্যদিকে ভারতের ব্যাটিং ঘুরে দাঁড়ানোর লড়াই। দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
পাঠক, সিডনি টেস্টের নাটকীয়তায় আপনি কার দিকে? জানার ইচ্ছার পাতায় মতামত জানান।