রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান: গ্রেফতার একাধিক বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান: গ্রেফতার একাধিক বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক ধরপাকড়। শনিবার রাতে মহারাষ্ট্রের নালাসোপরা এবং পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে মোট ১৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

মহারাষ্ট্রের নালাসোপরা এলাকায় অভিযান চালিয়ে ঘাটপোকর থানার পুলিশ ১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। অভিযুক্তরা নালাসোপরার আঁচোল এলাকায় অবৈধভাবে বসবাস করছিল। পুলিশ জানিয়েছে, তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে বসবাস করছিল। তাদের বিরুদ্ধে নকল পরিচয়পত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।

উল্লাসনগর এলাকায় ক্রাইম ব্রাঞ্চ অভিযান চালিয়ে ঢাকার বাসিন্দা মীনা মুজিদ খান এবং তার স্বামী মাহমুদ খান আসাদ খানকে গ্রেফতার করেছে। তারা গত ১০ বছর ধরে ফেক পরিচয়পত্র ব্যবহার করে মহারাষ্ট্রে বসবাস করছিল। মীনা স্থানীয় একটি হোটেলে কাজ করতেন এবং মাহমুদ জিনিসপত্র ফেরি করতেন।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী থানার পুলিশ ২ জন বাংলাদেশি নাগরিক, সোহাগ মীর এবং প্রণয় জয়ধরকে গ্রেফতার করেছে। তারা কয়েক মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে পশ্চিমবঙ্গে এসেছিল। এছাড়া কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে বেবি বিশ্বাস নামে একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, “দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড়ের ঘটনা বেড়েছে। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট এবং পশ্চিমবঙ্গ জুড়ে চলমান অভিযানে অনেক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড়ের এই তৎপরতা দুই দেশের সীমান্ত নিরাপত্তা এবং অভিবাসন নীতির গুরুত্ব আরও একবার তুলে ধরেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে উভয় দেশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরও পোস্ট