বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় প্রাণহানির সংখ্যা ছাড়াল ৪৬ হাজার: বাস্তব চিত্র আরও ভয়াবহ

ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে তারা জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৭০ জন এবং আহত হয়েছেন ১০৪ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ হাজার ৬ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৭৮ জন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ।

ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের চেয়ে প্রকৃত প্রাণহানি প্রায় ৪১ শতাংশ বেশি। লন্ডন স্কুল অব হাইজিন, ইয়েল বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পরিচালিত এই গবেষণার মতে, গত বছরের জুন মাস পর্যন্ত গাজায় প্রাণহানির সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে।

গবেষণায় আরও জানানো হয় গাজায় নিহতদের মধ্যে ৬৯.১ শতাংশই নারী ও শিশু। ক্রমাগত হামলার ফলে সঠিক পরিসংখ্যান রাখা কঠিন হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়।

প্রাণহানির পাশাপাশি গাজায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থার অভাব অবকাঠামোর ধ্বংস, এবং খাদ্য ও পানির সংকটের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা এবং কার্যকরী পদক্ষেপের অভাবে এই সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পোস্ট