শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সবার সহযোগিতায় সব ধরনের সংস্কার সম্ভব — গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান

সবার সহযোগিতায় সব ধরনের সংস্কার সম্ভব — গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান

দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার পাওয়ার যোগ্য এবং কেউ যেন নিজেদের বঞ্চিত মনে না করে এমনটাই জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর উত্তরায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বরাদ্দ করা শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই অভ্যুত্থানে সব ধর্মের মানুষ অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছে। সবার সহযোগিতা থাকলে সব ধরনের সংস্কার সম্ভব। এদেশে সবাই সমান।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন এবং সংস্কারের ক্ষেত্রে সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও বৌদ্ধ সম্প্রদায়ের জন্য ঢাকায় কোনো সৎকারের ব্যবস্থা ছিল না। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছে।

উত্তরার ১৬ নম্বর সেক্টরে ২৩ কাঠা জমিতে নির্মিতব্য বৌদ্ধ মহাবিহারের সৎকার স্থানটি ঢাকার বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ধর্ম উপদেষ্টা বলেন সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। কোনো সম্প্রদায় যেনো বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। এটি শুধুমাত্র একটি সৎকার স্থানের বিষয় নয় এটি সম্মানের প্রতীক।

উপদেষ্টাদের এই বক্তব্য দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে। বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি দীর্ঘদিনের অবহেলা দূর করে এই উদ্যোগ সবাইকে সম্প্রীতির এক বন্ধনে আবদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরও পোস্ট