বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলাম ধর্ম অবমাননা: শ্রীলঙ্কার সন্ন্যাসীর ৯ মাসের কারাদণ্ড

ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার আদালত বৌদ্ধ সন্ন্যাসী গ্যালাগোডাত্তে জ্ঞানাসরাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি আদালতের রায়ে কারাগারে পাঠানো হলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় আদালত তাকে এই দণ্ড প্রদান করে। ২২ মিলিয়ন জনসংখ্যার দেশ শ্রীলঙ্কার মধ্যে ১০ শতাংশেরও বেশি মুসলমান বসবাস করেন। জ্ঞানাসরার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগ ছিল।

এর আগে ২০১৬ সালেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে কারাগারে যেতে হয়েছিল জ্ঞানাসরাকে। যদিও সে সময় তার আইনজীবীরা চার বছরের সাজা বাতিলের আপিল করেছিলেন, যার ফলে তিনি জামিনে মুক্ত ছিলেন।

গ্যালাগোডাত্তে জ্ঞানাসরা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ২০২১ সালে তাকে শ্রীলঙ্কার ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে আইনি সংস্কারের একটি প্যানেলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে সে সময় বিরোধী আইনপ্রণেতারা এই নিয়োগকে ‘তামাশা’ বলে আখ্যা দিয়েছিলেন।

জ্ঞানাসরার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে। তার ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য ও কর্মকাণ্ড শ্রীলঙ্কায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্বব্যাপী ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে শ্রীলঙ্কার এই রায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। ধর্মীয় অবমাননা বা বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে এ ধরনের আইনি পদক্ষেপ ভবিষ্যতে ধর্মীয় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

আরও পোস্ট

জাতীয় খেলাধুলা আন্তর্জাতিক