বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চমকপ্রদ দল ঘোষণা করেছে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। দীর্ঘদিনের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে দলে রাখা হয়নি। তবে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। টাইগারদের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
রোববার (১২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ১৫ সদস্যের দল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচক আবদুর রাজ্জাক ও হান্নান সরকার।
নতুন দলে ব্যাটিং লাইনআপে রয়েছেন সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয় এবং নতুন মুখ পারভেজ হোসেন ইমন। অলরাউন্ডার বিভাগে মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন। পেস বিভাগে আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব। স্পিন আক্রমণে থাকছেন নাসুম আহমেদ।
সাকিব আল হাসান এখনও বোলিংয়ে নিষিদ্ধ। দুই দফা পরীক্ষার পরেও বোলিং করার অনুমতি পাননি তিনি। শুধুমাত্র ব্যাটার হিসেবে তাকে বিবেচনা করেনি বিসিবি। অন্যদিকে, লিটন দাস সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছিলেন, ফলে দলে জায়গা হয়নি তার।
দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক, যিনি সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছেন। বিপিএলে পারফর্ম করেও জায়গা হয়নি নুরুল হাসান সোহানের। নতুন মুখ হিসেবে দলে এসেছেন তরুণ পেসার নাহিদ রানা, যার প্রতি নির্বাচকদের আস্থা ফুটে উঠেছে।
বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ দল:
১. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
২. সৌম্য সরকার
৩. তানজিদ হাসান তামিম
৪. তাওহিদ হৃদয়
৫. মুশফিকুর রহিম
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. জাকের আলী অনিক
৮. মেহেদী হাসান মিরাজ
৯. রিশাদ হোসেন
১০. তাসকিন আহমেদ
১১. মোস্তাফিজুর রহমান
১২. পারভেজ হোসেন ইমন
১৩. নাসুম আহমেদ
১৪. তানজিম হাসান সাকিব
১৫. নাহিদ রানা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি বাংলাদেশের ষষ্ঠ অংশগ্রহণ। ২০১৭ সালের আসরে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল টাইগাররা। এবারও দলটি ভালো করার প্রত্যাশায় রয়েছে। তরুণদের নিয়ে গড়া এই দল কতটুকু সফল হতে পারে, সেটি দেখার বিষয়।
টাইগার ভক্তদের আশা, নতুন মুখ এবং তরুণ নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও চমক দেখাবে বাংলাদেশ।