বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে জামাই মেলা ,মাছ কেনায় শ্বশুর-জামাইদের প্রতিযোগিতা

পৌষ-সংক্রান্তি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে বসেছে দিনব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলা। এই মেলা শুধুমাত্র একটি গ্রামীণ উৎসব নয় বরং এটি মাছ কেনা এবং পারিবারিক আনন্দ ভাগাভাগির একটি অন্যতম মিলনমেলা।

মেলায় মাছ বিক্রেতারা রুই, কাতলা, চিতল, বাঘাইড়, বোয়াল, পাবদা, গলদা চিংড়ি এবং রূপচাঁদাসহ দেশি-বিদেশি নানা প্রজাতির মাছের পসরা সাজিয়ে বসেছেন। স্থানীয় জামাই এবং শ্বশুরদের মধ্যে চলছে বড় মাছ কেনার প্রতিযোগিতা, যা মেলার প্রধান আকর্ষণ। অনেক জামাই তাদের শ্বশুরবাড়ির জন্য বড় মাছ কিনে নিজেকে সেরা প্রমাণের চেষ্টা করছেন।

মেলায় কেবল মাছই নয়, ক্রেতাদের জন্য রয়েছে আসবাবপত্র, খেলনা, তৈজসপত্র এবং মুখরোচক খাদ্যপণ্যের স্টল। এছাড়া, দূর-দূরান্ত থেকে আসা মানুষজনের মধ্যে মেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিনিরাইলের এই ‘জামাই মেলা’ প্রতি বছর এলাকার মানুষের কাছে একটুকরো আনন্দ এবং ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। মেলাটি শুধু গ্রামীণ অর্থনীতিকে চাঙা করে না বরং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

আরও পোস্ট

জাতীয় খেলাধুলা আন্তর্জাতিক