বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুর রাইডার্সের টানা সপ্তম জয়: খুলনা টাইগার্সকে হারাল ৮ রানে

টানা সপ্তম জয়ের কৃতিত্ব দেখিয়ে সিলেট পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স। ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে খুলনা টাইগার্স শেষ ওভারে ১২ রানের ব্যবধান মেলাতে ব্যর্থ হলে ৮ রানে জয় তুলে নেয় রংপুর।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। দলীয় ৩০ রানের মধ্যে টেইলর ও সাইফ ফিরে যান। তবে ওপেনার তৌফিক খান ৩৬ রান করে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এরপর দুই পাকিস্তানি তারকা ইফতিখার আহমেদ ও খুশদিল শাহের ১১৫ রানের জুটি দলকে বড় সংগ্রহ এনে দেয়।

ইফতিখার ৪৩ রানে আউট হলেও খুশদিল শাহের বিধ্বংসী ব্যাটিং খুলনার বোলারদের চাপে ফেলে দেয়। ৩৫ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন খুশদিল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রংপুর পায় ১৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

জবাবে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্স লড়াই করলেও রংপুরের বোলারদের চাপে শেষ পর্যন্ত সফল হতে পারেনি। মোহাম্মদ নাঈম ৫৮ রান করেন মিরাজ ৩৯ এবং আফিফ ২৯ রান করে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন। তবে শেষ ওভারে দরকার ছিল ১২ রান যা করতে ব্যর্থ হয় খুলনার ব্যাটসম্যানরা।

রংপুরের এই টানা সপ্তম জয় দলটির সিলেট পর্বে দারুণ আত্মবিশ্বাস যোগাবে। খুশদিল শাহের ব্যাটিং পারফরম্যান্স এবং দলের অসাধারণ ফিল্ডিং জয়কে আরও রোমাঞ্চকর করে তুলেছে।

আরও পোস্ট

জাতীয় খেলাধুলা আন্তর্জাতিক