নাইজেরিয়ার জামফারা রাজ্যে ভুল করে চালানো একটি বিমান হামলায় অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের ভুলক্রমে অপরাধী ভেবে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
জামফারা প্রদেশের জুরমি ও মারাদুন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশের গভর্নর দাউদা লাওয়াল। নাইজেরিয়ার সেনাবাহিনীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নাইজেরিয়ান এয়ার ফোর্স (এনএএফ) জানিয়েছে, এ ঘটনার তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে। তাদের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে এই বিমান হামলায় অনেক সন্ত্রাসীও নিহত হয়েছে। তবে, দুঃখজনকভাবে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারিয়েছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, দস্যুদের সঙ্গে লড়াই করে তাদের তাড়িয়ে স্থানীয়রা বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় ভুল তথ্যের ভিত্তিতে বিমান হামলাটি চালানো হয়।
এ ঘটনায় প্রদেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন এমন ভুল শুধুমাত্র তথ্যের সঠিক যাচাই না করার ফলাফল হতে পারে। সেনাবাহিনীর ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।