বাংলাদেশে দ্রুততম সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত। এই অভিপ্রায়ের কথা জানিয়েছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএন-কে বৃহস্পতিবার দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
এরিক গারসেটি বলেন যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায়। আমরা এই দৃষ্টিভঙ্গি একে অপরের সঙ্গে ভাগ করে নিই।
এ ধরনের যৌথ উদ্যোগের প্রতি জোর দিয়ে তিনি বলেন দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশে একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন অত্যন্ত জরুরি।
রাষ্ট্রদূত গারসেটি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার উপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন বাংলাদেশ বা অন্য যে কোনো দেশে ধর্মীয় সংখ্যালঘুরা যেন নির্যাতনের শিকার না হয় সেটা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
বিদায়ী রাষ্ট্রদূত অতীতের সম্পর্ক নয় বরং ভবিষ্যতে কীভাবে যুক্তরাষ্ট্র ও ভারত যৌথভাবে কাজ করতে পারে, সেই বিষয়ে ভাবনার গুরুত্ব তুলে ধরেন। আমি মনে করি সামনে একটি বড় সুযোগ আছে, যা আমরা কাজে লাগাতে পারি।
এরিক গারসেটির এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক নজরদারি বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ দেশটিতে শান্তি ও গণতন্ত্র বজায় রাখতে তাদের অবস্থান স্পষ্ট করেছে।