বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ওমরাহ যাত্রার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বিএনপি নেতা বাবর

ওমরাহ যাত্রার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বিএনপি নেতা বাবর

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে বিমানে শ্বাসকষ্টজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

পরে দুবাইয়ে জরুরি চিকিৎসা গ্রহণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বড় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে তিনি মদিনার উদ্দেশে রওনা হন।

তবে ফ্লাইট চলাকালীন হঠাৎ তীব্র শ্বাসকষ্ট অনুভব করলে দুবাইয়ে অবতরণের পর তাকে বিমানবন্দরের নিকটস্থ একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসা গ্রহণের পর বাবরের শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন তবে তিনি আজই মক্কায় ওমরাহ পালনের জন্য রওনা হতে পারেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার সঙ্গে রয়েছেন দুই ছেলে লাবিব ইবনে জামান ও আহনাফ ইবনে জামান। ইতোমধ্যে তার স্ত্রী তাহমিনা জামান নিরাপদে মক্কায় পৌঁছেছেন। বাবরের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠজনরা।

আরও পোস্ট