বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারের অধীনে খেলতে অনীহা প্রকাশ করেছেন দলের খেলোয়াড়রা। কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তার দায়িত্ব বহাল থাকলে গণঅবসরের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জরুরি কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। আলোচিত এই বৈঠকের পরপরই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বাফুফে।
ফেডারেশন জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে সাত সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নারী ফুটবলারদের অভিযোগের বিষয়ে বাফুফে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে। তদন্ত শেষে বাফুফে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
উল্লেখ্য, বাটলারের কোচিং নিয়ে আগেও সমালোচনা হয়েছে। তবে এবার নারী ফুটবল দলের সদস্যদের সরাসরি চিঠি ও গণঅবসরের হুঁশিয়ারির কারণে বিষয়টি নতুন মোড় নিয়েছে।
এখন ফুটবলপ্রেমীরা তাকিয়ে আছেন বাফুফের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।