ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সিনেমার পর্দার চেয়ে ব্যক্তিগত জীবনের জন্যই তিনি বেশি শিরোনামে থাকেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ইস্যু থেকে শুরু করে সংসার ভাঙা, মামলায় জড়ানো সবকিছুই তাকে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।
সম্প্রতি হত্যা চেষ্টা মামলায় জামিন পাওয়ার পর আবারও তাকে ঘিরে গুঞ্জন। কারণ, তার জামিনদার হয়েছেন তরুণ গায়ক শেখ সাদী, যা নিয়ে নানা জল্পনা চলছে।
গুঞ্জন আর বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই নায়িকার। আর তা নিয়েই এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুললেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ফেসবুকে এক আবেগঘন পোস্ট দেন পরীমণি। সেখানে তিনি নিজের মনেই নানা প্রশ্ন ছুঁড়ে দেন।
তিনি লেখেন আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।
এরপর তিনটি প্রশ্ন নিজেই করেন তিনি
১. পরী, আপনি কর্মজীবনে এমন কী কাজ করেছেন, যার জন্য সাধারণ জনগণ আপনাকে নিয়ে এত মাতামাতি করে? পাশাপাশি গণমাধ্যম আপনাকে নিয়ে এত সম্প্রচার করে কেন?
২. আপনার কাজের থেকে লোকে কেন আপনার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলতে পছন্দ করে?
৩. শাবানা, ববিতা, কবরী, রোজিনাদের সময়েও কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা হতো, নাকি তাদের কাজই ছিল মূল ফোকাস?
নিজেকে এসব প্রশ্ন করার পর তিনি আরও লেখেন
আমি নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্ন থেকে। কারণ, জীবনে কখনো কখনো নিজের কর্মজীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিজেকে রক্ষা করা। প্রত্যেকটা মানুষের অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ প্লিজ, এবার একটু ছেড়ে দিন আমাকে।
পরীমণি বলেন বিশ্বাস করেন আমার জীবনটাই এখন আমার ক্যারিয়ারের চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ আমি আমার সন্তানের জন্য সুস্থ জীবন চাই। আমি আমার সন্তানের একমাত্র অভিভাবক এবং তাকে সর্বোচ্চ ভালো কিছু দিতে চাই। সব মা-ই যেমনটা চান।
তিনি আরও জানান, গত তিন-চার মাস তার জীবনের সবচেয়ে কঠিন সময় কেটেছে। তবে সেই কঠিন সময়ের বিস্তারিত বিবরণ দিতে চান না।
সবশেষে তিনি সবাইকে উদ্দেশ করে লেখেন
আমি নায়িকা, আমি মেয়ে এসবের আগে আমি একজন মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি হে মানুষ, তোমরা আমার ওপর একটু দয়া করো। আগে আমাকে সুন্দরভাবে বাঁচতে দাও তারপর আমি হাজারো প্রশ্নের উত্তর দেবো।
পরীমণির এই আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার পাশে দাঁড়াচ্ছেন আবার কেউ সমালোচনাও করছেন। তবে স্পষ্টতই বোঝা যাচ্ছে, নায়িকা চাইছেন একটু প্রশান্তি একটু স্বস্তির জীবন।