বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজপুত্রের ঘরে ফেরা: সান্তোসে রাজসিক অভিষেক নেইমারের

রাজপুত্রের ঘরে ফেরা: সান্তোসে রাজসিক অভিষেক নেইমারের

সুদীর্ঘ ইউরোপ-এশিয়া সফর শেষে অবশেষে ঘরে ফিরলেন ব্রাজিলিয়ান ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়র। কৈশোরের ক্লাব সান্তোস এফসিতে আবারও ফিরেছেন এই সুপারস্টার। শুক্রবার (৩১ জানুয়ারি) সান্তোসের ঐতিহ্যবাহী উরবানো কালদেইরা স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় তাকে।

নেইমারের স্বাগত অনুষ্ঠানে ছিল আতশবাজির ঝলকানি, স্থানীয় জনপ্রিয় শিল্পীদের কনসার্ট, আর হাজারো সমর্থকের উন্মাদনা। স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে সাহসী এক বার্তা— দ্য প্রিন্স ইজ ব্যাক! নেইমারও হাসিমুখে দর্শকদের ভালোবাসার জবাব দেন।

দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমার সৌদি লিগের ক্লাব আল হিলাল ছেড়ে ৬ মাসের চুক্তিতে ফিরেছেন সান্তোসে।

তবে ক্লাবটি তাকে আরও দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে চায়। সান্তোসের জার্সিতে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হয়ে নেইমার জানালেন নিজের নতুন লক্ষ্য—

আমি আবারও জাতীয় দলে ফিরতে চাই। আমার এখনো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাকি আছে। এটিই হয়তো আমার শেষ সুযোগ, তাই আমি এই লক্ষ্যেই দৌড়াব।

সান্তোস থেকেই ইউরোপের ফুটবলে পা রাখেন নেইমার। ২০১১ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে বার্সেলোনার বিপক্ষে খেলেছিলেন সান্তোসের হয়েই।

সেদিন মেসির বিপরীতে ছিলেন পরে বার্সেলোনায় তারই সতীর্থ হন। এরপর পিএসজি, আল হিলাল নানা অধ্যায় পেরিয়ে আবারও ঘরের মাঠে ফিরলেন ব্রাজিলের ফুটবল রাজপুত্র।

নেইমারের প্রত্যাবর্তন শুধুই নস্টালজিয়া নয় এটি তার নতুন পথচলার সূচনা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের মিশন এবার শুরু হচ্ছে নিজের শেকড় থেকে।

আরও পোস্ট