জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের মরদেহ আজ এফডিসি প্রাঙ্গণে নেওয়া হবে। চলচ্চিত্র সহকর্মী ও সাধারণ ভক্ত-অনুরাগীরা সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এফডিসিতে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তার মরদেহ বনানী কবরস্থানে নিয়ে দাফন করা হবে।
শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম জানাজা এফডিসিতে হবে। এরপর বনানী কবরস্থানে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কোনো কারণে বনানীতে দাফন সম্ভব না হলে বিকল্প হিসেবে জুরাইন কবরস্থান প্রস্তুত রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায় গত ২৪ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর এবং ইনফেকশন তার শরীরে ছড়িয়ে পড়ে। অবস্থার অবনতি হলে ১ জানুয়ারি বিএসএমএমইউ’র আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়। মৃত্যুর আগে পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
অঞ্জনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ছুটে যান তার স্বজন এবং চলচ্চিত্র জগতের সহকর্মীরা। সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীরা জানান, অঞ্জনা রহমান ছিলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র এক অভিভাবক হারাল।
আজকের জানাজা ও দাফন প্রক্রিয়ায় উপস্থিত থাকার জন্য চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা এবং অঞ্জনার ভক্ত-অনুরাগীদের আহ্বান জানানো হয়েছে। এফডিসি প্রাঙ্গণে তাকে শ্রদ্ধা জানানোর পর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হবে এই জনপ্রিয় অভিনেত্রীকে।
অঞ্জনার পরিবার এবং চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা তার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করেছেন।