বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদপন্থীদের ইজতেমা বন্ধের আহ্বান: হেফাজত নেতা মাওলানা মামুনুলের দাবি

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি থেকে চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে দ্বিতীয় পর্বে সাদপন্থীদের ইজতেমা করতে না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক।

 

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

 

মাওলানা মামুনুল বলেন ২০১৮ সালে সাদপন্থীরা অতর্কিত হামলা চালিয়ে আমাদের নিরীহ সাথীদের ওপর যে নির্মম আক্রমণ করেছিল, তার সুষ্ঠু বিচার আজও হয়নি। ওই হামলায় ৫ হাজারের বেশি সাথী আহত হয়েছিলেন এমনকি শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। যদি তখনই এই ঘটনার বিচার করা হতো তবে ২০২৪ সালের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না।

 

তিনি আরও বলেন এই হামলার যথাযথ বিচার না হওয়া পর্যন্ত সাদপন্থীদের তাবলীগের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা উচিত। তাদের কর্মকাণ্ড দেশের শান্তি ও শৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

 

তাবলীগ জামাতের মুরব্বিরা জানান ১৭ ডিসেম্বরের সাম্প্রতিক ঘটনার পেছনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগসাজশ রয়েছে। তারা সতর্ক করেন যদি সাদপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে শুধু তাবলীগের কাজই ব্যাহত হবে না বরং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

 

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধের মীমাংসা না হওয়ায় দুই পক্ষের মধ্যকার উত্তেজনা নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তাবলীগের নেতারা বলেন শান্তিপূর্ণ ইজতেমার পরিবেশ নিশ্চিত করতে হলে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে।

পাঠক বিশ্ব ইজতেমার এই দ্বন্দ্ব আপনার মতামত কী? জানার ইচ্ছার পাতায় মন্তব্য করে আমাদের জানান।

আরও পোস্ট