ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি তে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। অতিরিক্ত দর্শকের ভিড়ের কারণে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ঠাকুরগাঁওসহ পার্শ্ববর্তী দিনাজপুর ও পঞ্চগড় জেলা থেকে বিপুলসংখ্যক দর্শক সমবেত হন। ইত্যাদি কর্তৃপক্ষ প্রায় ২ হাজার প্রবেশ পাস ইস্যু করেছিল। কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি দর্শক সমাগম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত প্রথমে দর্শকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তিনি বলেন অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না।
অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসা নিয়ে দর্শকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয়। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সীমিত সংখ্যক দর্শক নিয়ে শুটিং পুনরায় শুরু করা হয়।
দর্শকদের অনেকে স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনাকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে তারা পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন বলে জানান।
এক দর্শনার্থী বলেন আয়োজনে শৃঙ্খলার অভাব ছিল। অতিরিক্ত মানুষের চাপে অনুষ্ঠান পুরোপুরি উপভোগ করা সম্ভব হয়নি।
ইত্যাদির প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বিশেষ আগ্রহের কারণে আয়োজিত স্থানের তুলনায় দর্শকের সংখ্যা কয়েক গুণ বেশি হয়। ফলে কর্তৃপক্ষের পক্ষে সবাইকে সামলানো কঠিন হয়ে পড়ে।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা আয়োজনে শৃঙ্খলা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একইসাথে ইত্যাদি অনুষ্ঠানকে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষঙ্গ হিসেবে সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরেছেন।