বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইসিজে প্রেসিডেন্ট নাওয়াফ সালাম লেবাননের নতুন প্রধানমন্ত্রী: রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নাওয়াফ সালামকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) এই ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সালামের নিয়োগ লেবাননের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

নাওয়াফ সালামের প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা। হিজবুল্লাহর দাবি, নতুন প্রধানমন্ত্রী বিরোধীদের বাদ দিয়ে কাজ করার চেষ্টা করবেন, যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার সৌদি আরবের চাপের পর লেবাননের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন জোসেফ আউন। এরপরই প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয়।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশের বাইরে থাকা নাওয়াফ সালাম মঙ্গলবার দেশে ফিরবেন। সংসদের ১২৮ জন সদস্যের মধ্যে ৮৪ জন তার পক্ষে ভোট দিয়েছেন। এই সমর্থনের ভিত্তিতেই প্রেসিডেন্ট তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, নাওয়াফ সালামের মনোনয়ন লেবাননের দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থবিরতায় পরিবর্তন আনতে পারে। তবে এটি রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা এবং জটিলতা সৃষ্টি করার সম্ভাবনাও রয়েছে।

নাওয়াফ সালাম একজন অভিজ্ঞ এবং সম্মানিত ব্যক্তিত্ব, যার আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে লেবাননের সরকার কীভাবে রাজনৈতিক সংকট মোকাবিলা করবে এবং দেশকে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাবে, তা দেখার বিষয়।

আরও পোস্ট

জাতীয় খেলাধুলা আন্তর্জাতিক