ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দক্ষিণ গাজার খান ইউনিস ও গাজা সিটিতে আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন ৩৪ বছর বয়সী ইয়ারদেন বিবাস ৬৫ বছর বয়সী মার্কিন-ইসরায়েলি কিথ সিগেল এবং ৫৩ বছর বয়সী ফরাসি-ইসরায়েলি অফার ক্যালদেরন।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে এ তিনজনের মুক্তির বিনিময়ে শনিবারই ইসরায়েল ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।
শনিবারের বন্দি বিনিময় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এর আগে গত বৃহস্পতিবার জিম্মি বিনিময়ের সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলা ও হামাসের প্রতিরোধ যুদ্ধের মধ্যে এই বন্দি বিনিময় প্রক্রিয়া বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ বড় পরিসরে একটি যুদ্ধবিরতির পথ সুগম করতে পারে। তবে, চূড়ান্ত কোনো চুক্তির বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।