খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এই উৎসব ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম।
তিনি বলেন, “এবার খ্রিস্টান ভাইয়েরা নিরাপদে বড়দিন উদযাপন করতে পারবেন।”
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাকড়াইলে সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে নিরাপত্তা মহড়া শেষে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা বলেন, “রাজধানীর সব বড় বড় চার্চে আমরা কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সোয়াট, ডগ স্কোয়াড ও বোম ডিস্পোজাল টিম সবসময় প্রস্তুত থাকবে। সাদা পোশাকে পুলিশ নজরদারি চালাবে।”
সেন্ট মেরি ক্যাথেড্রালের আর্চ বিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, “আজ সন্ধ্যা থেকেই বড়দিনের অনুষ্ঠান শুরু হবে। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা দেখে আমরা আশ্বস্ত।”
এই আশ্বাসে বড়দিনের উৎসবকে আরও নিরাপদ এবং আনন্দময় করতে সাহায্য করবে, যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন।