২৬ ডিসেম্বর, ২০২৪। সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার হওয়া পুলিশ সদস্য মুকুলকে আজ (২৬ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে জানা গেছে।
এদিকে, গত বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। একই মামলায় আরও একজন পুলিশ কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) মালেক, কিশোরগঞ্জ থেকে গ্রেফতার হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এর আগে, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এই মামলার শুনানি চলাকালে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়ে আরও তদন্ত ও কার্যক্রম চলবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।