বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পেল টাক মাথাওয়ালা ঈগল

অবশেষে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল টাক মাথাওয়ালা ঈগল (হলিডে ঈগল)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত বিলটিতে স্বাক্ষর করেন। এর আগে, কংগ্রেসের উভয় কক্ষে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

গত জুলাই মাসে সিনেটর অ্যামি ক্লোবুচার এই বিলটি উত্থাপন করেন, যা পরবর্তীতে সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অনুমোদন লাভ করে। বিলটি প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে দেশের জাতীয় পাখি হিসেবে আনুষ্ঠানিকভাবে টাক মাথাওয়ালা ঈগলকে স্বীকৃতি দেওয়া হলো।

অবশ্য, ১৭৮২ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের নকশায় সাদা মাথাওয়ালা ঈগল অন্তর্ভুক্ত করা হলেও এতদিন এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি হিসেবে স্বীকৃত হয়নি। তবে, এখন এটি যুক্তরাষ্ট্রের পাখি হিসেবে প্রতিষ্ঠিত হলো।

এই স্বীকৃতির মাধ্যমে টাক মাথাওয়ালা ঈগল দেশের পাখি হিসেবে নতুন একটি সম্মান লাভ করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের জীববৈচিত্র্য ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

আরও পোস্ট