রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলার অবনতিতে গোয়েন্দা সংস্থা ও সরকারের দায়: এবি পার্টির অভিযোগ

সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলার অবনতিতে গোয়েন্দা সংস্থা ও সরকারের দায়: এবি পার্টির অভিযোগ

রাজধানী ঢাকার সচিবালয়ে আগুনের ঘটনা এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। তারা বলছে, সচিবালয়ে আগুন লাগা এমন একটি বিরল ঘটনা, যার পূর্বে একাধিক ঘটনার পরেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

 

আজ (২৬ ডিসেম্বর) এবি পার্টির শীর্ষ নেতারা সচিবালয়ের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, সরকার ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু এর আগেও বিভিন্ন ঘটনার তদন্ত কমিটি গঠন করা হলেও জনগণ কখনোই সেই রিপোর্ট সম্পর্কে কিছু জানতে পারেনি। তিনি বলেন, “আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার ফলাফল জানার দাবি করছি।”

মঞ্জু আরো বলেন, “আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি মন্ত্রণালয়, যেখানে বিগত সরকারের ব্যাপক দুর্নীতির নথি ছিল।” তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেন, দুর্নীতির তদন্তের জন্য এই নথি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।

 

এদিকে, এবি পার্টির আহ্বায়ক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, “এমনকি আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিহত হয়েছে এবং এখন সচিবালয়ে আগুন লেগেছে, অথচ দেশের নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলোর কাছে এসব তথ্য থাকার কথা। এ ঘটনা ঘটার পর, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

এবি পার্টি আরো জানিয়েছে, তারা আশা করে যে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দ্রুত ব্যবস্থা নেবে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না হয়।

আরও পোস্ট